মা
ইউসুফ রেজা
আশি বছর পেরিয়ে গেলেও
তার নাই নাম যশ
বাবার ঘরে এসেছিলেন
বয়স লিখলাম দশ।
পড়ার সুযোগ হরিয়ে ফেলে
পড়ালো তার ছেলে
বাইরে গেলেও আগলে রাখে
ইশকুলে মার খেলে।
এখন সবাই দূরে দূরে
নেই কোনও তার স্মৃতি
হারিয়ে গেছে বাৎসল্য
মহব্বত আর প্রীতি।
ছেলেরা সব যশস্বী খুব
মানে ধনে থাকে
মা দিবসেও কী করে আর
রাখবে মনে মাকে?