আমার আমি বড্ড বোকা
সবাই করে খেলা,
আমার আমি একলা ঘরে
স্বপ্ন দেখি মেলা ।
আমার আমি নিশি রাতে
চন্দ্র দেখতে যাই,
আমার আমি আলো ভেবে
আলেয়া,কে খুঁজে পাই ।
আমার আমি কাজের ফাঁকে
ভাবি সবার কথা,
আমার আমি হাসি মুখে
বুকে বড় ব্যাথা ।
আমার আমি ফুরিয়ে গেছি
নীল নদীর তীরে,
আমার আমি রাস্তা খুঁজি
বেঁচে থাকার ভিড়ে ।
আমার আমি আগুনে পুড়ে
ঝলসে গেছে মুখ,
আমার আমি নিঃস্ব শহরে
চাইছি পেতে সুখ ।
Bhaskar mazi