কবিতা – বাজনী জীবন
কলমে – ভাস্কর মাঝি
বন বন করে ঘুরছি আমি
সকলের হাতের ইশারায় আজ,
ডানা মেলে দাঁড়িয়ে থাকা
এটাই তো আমার কাজ ।
উত্তাপের নিয়ন্ত্রণে আমাকে চাই
ধোঁয়াটে ঘরে পেয়েছি ঠাঁই।
অবসাদের আগুনে জ্বলছ তোমরা
ঝুলছ আমার শরীর জুড়ে,
অপরাধ বোধ করছে গ্রাস
প্রয়োজন মিটলে আস্তা কুঁড়ে ।
ডানায় আমার ধরেছে জং
তোমাদের জন্মদিনে সাজি সং।
কর্মের ভারে জীর্ণ শরীর
বিনা অপরাধের পাই ভাগ,
অ-প্রয়োজনীয় মন খারাপে
আমার উপরে দেখাও রাগ।
প্রয়োজনে আমায় মনে পড়ে
থাকি আমি ঝুলের ঘরে।
Bhaskar mazi