হে ,”বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ,
বিবেক আর জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি, মানুষকে রেখেছিলে আনন্দে।
স্মরণীয় বরণীয় তুমি,তোমার অভাবে সাধারণ ভারতবাসীর মন ,তাই আজও কাঁদে।
ক্ষমতা? সে তো তোমার ও ছিল, করনি অপব্যবহার, দেখাওনি মানুষকে ভয়।
মান- সম্মান ,ভালোবাসা দিয়ে করেছিলে মন জয়।
বিদেশ শিকাগোতে বক্তৃতা দিয়ে, স্বদেশকে দিয়েছিলে উচ্চস্থান।
আবার জন্ম নাও না গো তুমি , ফিরিয়ে দিতে দেশের মান।
সাধারণ মানুষ আমরা বেঁচে নেই আর,টিকে আছে শুধু আমাদের প্রান।
বুঝতে পারি অনেক কিছুই, হুঁস আমাদের আছে ঠিকই , থাকছে না শুধু মান।
প্রতিবাদে করতে ভয় পাই-
পুনর্জন্ম নিয়ে ফিরে এসো তুমি, তোমরা, মহান ছিলে যারা সবাই।
এই দুর্দিনে তোমাদের ই যে আমরা পাশে চাই,।