রূপকথা চাঁদ
তুষার ভট্টাচাৰ্য
রূপকথা চাঁদ যদি নেমে আসে আজ
আমাদের ভাঙা ঘরে, জানালায়
তবে চাইবো দু’মুঠো ভাত
ভাঙা টিনের থালায় ;
রূপকথা চাঁদ যদি উড়ে আসে আজ
দুঃখী দু’চোখের পাতায়
তবে চাইবো বেঁচে থাকার স্বপ্ন
ক্ষুধার দিন গুলি যেন বদলায় ;
রূপকথা চাঁদ নেমে আসবেই একদিন
ওই ফুটপাতে শুয়ে থাকা শিশুটির কোলে
তারপর ভোর রোদ্দুরে ভেজা পৃথিবী
জেগে উঠবে পাখিদের স্বপ্নের কোলাহলে l
[jetpack_subscription_form show_subscribers_total=”false” button_on_newline=”false” custom_font_size=”16px” custom_border_radius=”0″ custom_border_weight=”1″ custom_padding=”15″ custom_spacing=”10″ submit_button_classes=”has-background has-midnight-gradient-background” email_field_classes=”” show_only_email_and_button=”true” success_message=”Success! An email was just sent to confirm your subscription. Please find the email now and click 'Confirm Follow' to start subscribing.”]