Tayeba Khusbu

সুখ অসুখ
তাইয়্যেবা খুশবু

থেকে থেকে বদলায় জীবনের গতিপথ,
মেঘের আড়ালে রয় কিছু কিছু মতামত,
কিছু কাব্য হারায় জীবন থেকে,
তবু নদী বয়ে যায় এঁকে বেকে,
না-পাওয়ার ভার ভুলতে শিখে!
যাকেই কাছে চাই সে-ই দূরে হারায়,
বাসি সুখগুলো যায় যায়,
একেবারে একলা করে আমায়,
তবু চুপ করে থাকি,
মুখোশে মুখ লুকিয়ে আঁকি-
সুখি মুখের অবয়ব!
এতেই আমার সুখ।
নাকি কোনো অসুখ?
জানিনা,
আপনাকে দুখি মানিনা।
এতেই আমার সুখ কিংবা অসুখ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *