Tayeba Khusbu

ক্ষমার প্রতীক্ষায়
তাইয়্যেবা খুশবু

ঘুম দুপুরে ক্লান্ত শরীর যখন এলিয়ে দেই বিছানায়,
দিনের করা হাইব্রিড পাপগুলো তখনই ঠিক মনে পড়ে যায়।
মৌন সন্ধ্যায় হালতি পাখিরা যখন নীড়ে ফিরে যায়,
আমিও তখন ফিরতে চাই তোমার আঙ্গিনায়।
কোন মুখে চাইবো বলো তোমার ক্ষমা?
যে মুখের কথা জুড়ে সহস্র পাপ জমা!
পাপ করতে করতে ক্লান্ত শরীর, ক্লান্ত মন,
তোমার ক্ষমা পাওয়ার স্বপ্ন দেখি সারক্ষণ।
করুনাময়, রহম করো।
এই পাপীকে ক্ষমা করো গফফার!
চাই ক্ষমা তোমার কাছে বারবার।
বৃষ্টিস্নাত বর্ষা রাতে ক্ষমা চাই বৃষ্টি হাতে,
চাই ক্ষমা সিজদায় মিষ্টি শীতল প্রভাতে!
ক্ষমা চাই সন্ধ্যায় দোয়া কবুলের ইফতারে,
কারণ আমি ভয় রাখি তোমার কঠিন গ্রেফতারে!
মধ্যরাতের জায়নামাজে অশ্রু ঝরে তোমার প্রেমে,
আটকে থাকতে চাই আজীবন তোমার অসীম ক্ষমার ফ্রেমে!
আমি আজ বসে হায়,
রবের ক্ষমার প্রতীক্ষায়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *