শিরোনামঃ অচিন পাখি,
কলমেঃ প্রবক্তা সাধু।
আমি থাকি চারচালাতে
সে থাকে মোর আটচালাতে
আমি পুড়ি রোদে জলে
সে বেশ থাকে নিরালায়,
তবু পাখী খাঁচা ছেড়ে উড়ে যায়।
যতন করে রাখি তারে
দুই চোখে না দেখি যারে
আমি তারে ভালোবাসি
সে মোরে বহু জ্বালায়,
তবু পাখী খাঁচা ছেড়ে উড়ে যায়।
আমার জমিন মালিক পাখি
তার দয়াতে আমি থাকি
সে যা বলে শুনি আমি
চলি যে তার ইশারায়,
তবু পাখী খাঁচা ছেড়ে উড়ে যায়।
অহর্নিশি সকল কাজে
খুঁজি তারে আমার মাঝে
আমায় ফেলে অচিন পাখি
জানিনা লুকায় কোথায়,
তবু পাখী খাঁচা ছেড়ে উড়ে যায়।
২৪/০৮/২০২২