Syed Shahjada Alamgir

হেরিয়া তোমায় রূপ লিখি কাব্য গাঁথা
স্তুতি ফুরায় না কভু ভরে যায় খাতা,
সুজলা সুফলা তুমি ওহে বঙ্গমাতা
তোমাতে স্রষ্টাকে হেরি নত করি মাথা।

.

নদ-নদী খাল বিল যেন পয়োধারা
সুমিষ্ট পানীয় পিয়ে হই আত্মহারা,
আকাশে তপন শশী ধুমকেতু তারা
জমিনে সবুজ ঘাস গাছগাছালিরা।

.

জলেতে কুমুদ মাছ নভে নানা পাখী
রকমারী কীটপোকা করে ডাকাডাকি,
পোষাপ্রাণী বন্যজন্তু আরও কতো কি
এতো মনোহরা দেশ অন্যটা আছে কি?

.

সাগর পাহাড় ছড়া নানা পেশাজীবী
মানুষের বারো জাতি আমিরি গরিবি,
সমতল নীচু ভূমি উঁচু মেটে ঢিবি
বালুচরে কাশফুল আয়না কে নিবি।

.

সুমহান মুক্তিযুদ্ধ রক্তে কেনা ভাষা
ইতিহাস ঐতিহ্যের সমাহারে ঠাসা,
ঝড়ে গৃহহীন আর বান জলে ভাসা
তবু বাঙালির ঘুরে দাড়াবার আশা।

.

রাজকীয় ব্যাঘ্র আছে দক্ষিণের বনে
ইলিশ জাতীয় মৎস্য জানে সর্বজনে,
সর্বত্র দোয়েল পাখী ডাকে হৃষ্ট মনে
শাপলারা ফোটে কিন্তু বর্ষা আগমনে।

.

জৈষ্ঠ্যতে কাঠাল পাকে পিক কুহু ডাকে
ছোটোবড়ো দ্বীপে ভরা পলিমাটি থাকে,
জোয়ার ভাটার ত্বত্ত্ব মাঝি মনে রাখে
নদীমাতা ষড়ঋতু বলি দেশটাকে।

০৯/০৭/২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *