শিরোনামঃ নন্দিত কবি দণ্ডিত,
কলমেঃ প্রবক্তা সাধু।
কবি বলে কেউ করে আমাকে নন্দিত
কারো কাছে আমি হেয় অতিব দণ্ডিত।
লেখা পড়ে কেউ বলে বেশতো লিখেছ
কেউ বলে ছাইপাঁশ কোত্থেকে শিখেছ।
ভালোবেসে কেউ করে কুসুমে মণ্ডিত
খোঁচা মেরে কেউ করে যুক্তিকে খণ্ডিত।
কারো কাছে প্রতিভার আছে বেশ মূল্য
কেউ করে ভাগাড়ের সাথে মোর তুল্য।
কতো লোক সাধুবাদে করিছে রঞ্জিত
পিঠ পিছে শুনি করে অনেকে গঞ্জিত।
কেউ বলে লোকটার ঘটে কিছু আছে
আজব এক চিড়িয়া আমি কারো কাছে।
দোটানায় পড়ে আমি হয়েছি লজ্জিত
কবিদের পথে নেই গালিচা সজ্জিত।
—————————————-
০৮/০৭/২০২২