
শিরোনামঃ হরেকরকম খেলা
কলমেঃ প্রবক্তা সাধু।
(স্বরবৃত্ত)
এই দুনিয়ার খেলাঘরে
হরেকরকম খেলা,
ঘুমের মাঝে যায় পেরিয়ে
আধেক জীবন বেলা।
গাছের ফাঁকে নীলাম্বরে
সাদা মেঘের ভেলা,
জীবন থেকে যায় হারিয়ে
রঙিন দিনের মেলা।
হাঁড়ি গড়ায় পাল কুমোরে
হতে মাটির ঢেলা,
সরল যে গাছ রয় দাড়িয়ে
দেখছি তারে হেলা।
পাপীর গুনের জাহির করে
অপরাধীর চেলা,
সবাই দিচ্ছে তেল ভরিয়ে
যেই মাথাটি তেলা।