
সম্পর্ক
হাত ধরলেই কি সম্পর্ক স্থাপন হল
হাত ধরলেই। !
পিপীলিকা গাছে উঠে আসে
নীল রং ঘুড়ি মহাকাশে
পতনের পর আর কি সম্পর্ক থাকে ?
নিবিড় করে পাওয়া
কি জানিনা।
তোমাকে ডেকেছিলাম, সাড়া দাও নি
তাহলে কেন
মনের ভেতর সম্পর্ক নিয়ে
ঘুরে বেড়াই !
কেন ?
সুশান্ত সেন
৩২বি শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০
৯৮৩০২৪২১৩৪