Susanta Sen

 Susanta Sen

কে
সুশান্ত সেন

কে ডাক দেয়
মনের মধ্যে কে আশা জাগিয়ে দেয়
কে ?
বলে ওঠে — লেখ লেখ।
লিখতে বসি
কিসের তাড়নায় !
জানি না
প্রকাশিত হবে কি না !
জানি না কেউ পড়বে কি না !
তবু লিখি
কিসের এক তাড়নায়।
সামনের রোদ্দুর মাখা বাতাস
ঘরে ঢুকে আসে।

সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *