কবিগুরু কে শ্রদ্ধা জানিয়ে
সকাল থেকে সাঁঝে
সুশান্ত ঘোষ
১০\০৫\২০২২
✏️
দেখা হতেই কেমন যেন আড়ষ্ট হয়ে গেল মুখটা-
মুখের হারিয়ে যাওয়া সৌন্দর্য্যের মাঝে
দখল নিয়েছে চোখের তলায় অনেকটা কালো দাগ।
কিন্তু কেন ? এটা তো হওয়ার কথা ছিল না ?
তোমাদের স্বাধীনতা, নিজস্বতা আজ কেন পরাধীন
নীভৃতে একাকী চোখের জল ফেলছে ঘরের কোণে ।
জানিনা এই গ্লানি নিয়েই হয়তো একদিন ওদের দলে
আস্তাকুড়ে নোংরা ফেলা ডাস্টবিনে শেষ হয়ে যাবে
তোমাদের মাথা উঁচু করে বাঁচার স্বচ্ছতার স্বপ্নগুলো ।
সারা বিশ্ব জুড়ে আজ মেঘলা আকাশে উদিত রবি
বাঙালির গোটা হৃদমাঝারে সৃষ্টির ছন্দে বিভোর –
মানবতা ভালবাসার জেগে ওঠার রিমঝিম আহ্বান।
তবুও কবির চোখের কোণা আজও চিকচিক করছে
যেন বলতে চাইছেন – একশো ত্রিশ কোটি মানুষের
হে জননী, দিয়েছ জন্ম তুমি- কিন্তু মানুষ করোনি ।।
কেটে যাক অমানিশায় অমানবিক চিন্তা ও ভাবনা
দেশ জুড়ে জেগে উঠুক শুধুই মানবতার জয়গান,
বাঁচুক মানুষ প্রাণ খুলে তার সৃষ্টিশীল চিন্তা নিয়ে
আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের স্বপ্নের মাঝে
রঙিন আলোকে মেঘলা দিনে সকাল থেকে সাঁঝে ।
স্বত্ব সংরক্ষিত