Supriyo saha

“রাই বিনোদিনী”

 

রঙিন সাজ বেলাতে রাধা,
তোমাকে সাজাবো অপরূপ সৌন্দর্যে।
মধুর বাঁশি বাজিয়ে তোমায় ,
বরণ করব যে তারপরে।
যমুনা কেলির লীলায় যতই
মত্ত থাকি না আমি-
আয়ান পত্নীর কলঙ্কিনী হয়ে ,
রইলেও যে  তুমি।
রাই বিনা  শুধুমাত্র কৃষ্ণের এই জগত,
দিশাহীন নদী।-সুপ্রিয় 🥀❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *