SUPRAVAT METYA

সুপ্রভাত মেট্যা

পর্ণোলতিকা

সুপ্রভাত মেট্যা

দুপুরে, তাপের হু-হু বেড়ে উঠলে বুক,
বৃষ্টি হয়।ঠাণ্ডা লাগে…
খুশির আলোয় ফুটে ওঠা তোমার লাল ঠোঁট
চুমু-সোনালীর ছোঁয়ায় রাঙা হয়ে ওঠে।

প্রেমের গন্ধ মেখে তুমি অন্ধ রয়েছ বলেই কী
যেকোনও ভাতের দৃশ্য তোমাকে টলাতে পারেনি ,লেখা ?

অথচ অদূরবর্তী কোনও গ্রাম থেকে তোমার নীরব হেঁটে আসায়
ধুলো পায়ের আনন্দের মতো ,প্রীত-অপেক্ষায়
তোমার মা বসে থাকেন। সংসারের জন্য ছবি হওয়া
তোমার বাবা তাকিয়ে থাকেন উপর থেকে ,তোমার দিকে তখনও ।

আর তুমি ?
পর্ণোলতিকার গান গেয়ে গেয়ে
ভদ্র সমাজে অভদ্র-সুন্দর কয়েকটি কথা ও কবিতায়
কলঙ্কের খোল বাজিয়ে বাজিয়ে নিজেকে ডোবাচ্ছ ?
খেয়ালই করছনা ?

লেখকের নাম :- সুপ্রভাত মেট্যা
গ্রাম :- বলরামপুর
পোষ্ট :- জয় বলরামপুর
থানা :- তমলুক
জেলা :- পূর্ব মেদিনীপুর
পিন :- ৭২১১৩৭
মোবাইল ও হোয়াটস্যাপ নং :- ৮৬৩৭৮১১৫৯৭

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *