জন্মভূমি
সুমিত সেন।
আমার জন্মভূমির উপর পরে আছে ইমারতের লাশ।
লাশ সরানোর কাজ ও শুরু হয়ে যাবে কিছুদিন পর
ধিরে ধিরে তৈরি হবে সভ্যতার কঙ্কাল
রুপ নেবে দৈত্যাকার গম্বুজ।
হারিয়ে যাওয়া উঠোন, পেয়ারা গাছ
আর কোন চিহ্ন নেই তার।
দোতলা বারান্দা টপকে রান্নাঘরে উঠে
বেল অথবা বেলপাতা পারা
অথবা বেলগাছ জড়িয়ে উঠা ধুধুল পারা,
চিলেকোঠার ঘর আর কলঘরের চৌবাচ্চা
সব ই চলে যাবে বিস্মৃতির অতলে।
(এখন) আমার জন্মভূমির উপর পরে আছে ইমারতের লাশ।