“স্মৃতিতে আশ্রয় ”
সুমিত রঞ্জন সাহা
তোমার সাথে চলতে পথে
মন যে বড়ই চায়,
পথের বাঁকে থমকে দেখি
সঙ্গে তুমি নাই।
আকুল মন – আকুল প্রাণ
তোমায় খুঁজে ফেরে,
কাজের ফাঁকে, অবসরে
তোমায় মনে পড়ে।
দিন কেটে যায়, বছর কাটে
তোমার দেখা নাই,
হারিয়ে গেছ ‘আমার’ তুমি
– স্মৃতিতে আশ্রয়।
ছবি না দিলে কোন ভাবেই লেখা পোস্ট করা সম্ভব হচ্ছিল না তাই অপ্রয়োজনীয় একটি ছবি সঙ্গে পোস্ট করতে বাধ্য হলাম। অনুগ্রহ করে ছবিটিকে বাদ দিয়ে লেখাটি প্রকাশিত করবেন।
আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে – সুমিত রঞ্জন সাহা।