মহাকালের ঘ্রাণ
––
সুমিত মোদক
রাত জেগে প্রেত জাগাই ;
জাগে শ্মশান …
চিতাকাঠে কেবল দাউদাউ আগুন ;
আর , আমি এখন ডোম হরিষচন্দ্র ;
আমার কোনও রাজ্যপাট নেই ;
নেই স্ত্রী – সন্তান – সংসার …
আছে এক সর্বহারা গল্প ;
একদিন সব ফিরে পাবো জানি ;
সেদিন তুমিও আপন হতে চাইবে ,
হতে চাইবে স্বজন …
তখন সারাটা শরীর জুড়ে কেবল
মহাকালের ঘ্রাণ ।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika