কৃষ্ণ
––
সুমিত মোদক
রাতের ভিতর ঢুকে পড়েছে রাত ;
রাতের তখন বয়স কত !
রাত-পাখিরা রেখেছে তার খবর ;
অথচ , জোনাকিরা হিসাব রাখে না ;
সময় যে ছুঁতে চেয়ে ছিল পরী ;
খসে পড়া এক উল্কা খণ্ড …
পাশের বাড়ির মেয়েটা বাড়ি ফেরে
প্রথম রাতে ;
কেউ রাখে না খোঁজ …
একটানা কেবল ঝিঁঝির শব্দ ;
আজ রাতে আবার জন্ম নেবে কৃষ্ণ ।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika