শাক্তপদঃমায়ের আকূতি
রচনাঃসুকান্ত পাল
জিতপুর। মুর্শিদাবাদ
২৪/৯/২২
এনে দাও গিরি আমার উমারে
হইয়ো না পাষাণ এমন
হরের সংসারে রেখেছো বাছারে
না জানি আছে সে কেমন।
ঘরে কেহ নাই না খেলে খাওয়ায়
উমা বড় অভিমানী
যাও যাও গিরি যাও ত্বরা করি
দেখিব সে মুখখানি।
দিন মাস গেছে বছর ঘুরেছে
এখনো আনো নি তারে
তুমি না আনিলে কে বল আনিবে
আমি বা বলিব কারে।
তুমি পিতা তার জানে সংসার
পিতার কর্ম করো
সুকান্ত কহে শোনো মনে থাকে যেন
সঙ্গে আনিও হর।