মায়ের ডাক
সুদীপ চক্রবর্তী
মাঝ রাতে ডেকে দিল মা ,
ঘুম ভেঙ্গ উঠে দেখি পুরো ঘর খালি ,
বিছানার এক কোনে শুয়ে শুয়ে হাত নাড়ছে আমারই তৃতীয় প্রজন্মা ।
আনন্দে ভরে গেল প্রাণ মন ,
আমার মায়ের কি হলো আগমন ?
সে প্রশ্ন আর উত্তরের দরকার নাই ,
এই মুহুর্ত সবাইকে নিয়ে আনন্দে কাটাই ।
ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম সবটাই ,
সব কিছু সুন্দর আর প্রাণময় হোক ,
এই প্রার্থনা থাকুক সদাই ।
আমার রজনীগন্ধা চাঁপা বেল বকুল ফুল ,
তোমার গন্ধে সুরভীত হোক সব নদীর একূল ওকূল ।