Sudip Kumar Chakraborty

সংঘর্ষ

সুদীপ চক্রবর্তী

পাহাড় চিরে যে নদী নীচে নামে , সে কার সাথে সংঘর্ষ করে ?
যে জীবনের সিঁড়িতে শুধু উপড়ে ওঠে কার সাথে যুদ্ধে লড়ে ?
যারা মাটিতে বসে আছে , শুধু ওপরের দিকে তাকায় ,
কাকে ধরতে হাত বাড়ায় ?
স্বপ্ন যখন তাকে নাড়ায় ,
মন চেগে ওঠে , সব কি হাতের কাছে পায় ?
অলস শরীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পেতে চায় ,
অনেকে অসৎ পথে হয়তো তা পেয়ে যায় ,
মাটিতে থাকারা অদৃষ্টকে গালি দেয় ,
তার বদলে কিছু কি পায় ?
কেউ কাউকে এমনি এমনি কিছু দেয় না ,
সবটাই না ছিনালে হয় না ।
প্রতি পদক্ষেপে ঘর্ষন হয় মাটির সাথে ,
ওঠে অদম্য শক্তি , যা প্রকৃতির কাছে আছে চলার পথে ।
তারই জীবন সংঘর্ষ ,
আর সেটাই হোক সবার জীবনের আদর্শ ।
জীবনকে চলমান জীবনের দাও স্পর্শ ,
সমস্ত জীবন আর সমাজ হয়ে উঠুক এক নতুন দৃশ্য ,
মানুষ ব্যক্ত করুক তার হারিয়ে যাওয়া হর্ষ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *