Sudip Kumar Chakraborty

স্বপ্ন ছেঁড়া কাঁথায়

সুদীপ চক্রবর্তী

তোর বাপের নাম ফোরঙ্গ ,
তোর বোনের নাম পাঁচফোড়ন,
বানিয়েছিস কাশ ফুল আর ঘাসের বালিস ,
এখন হাতের কাছে যা পাবি করে যা পালিস ।
সময় পেলে ভাঁজ মোচার বড়া আর চপ ,
তার সাথে দে এন্তার ঢপ ।
একদিন দেখবি তোর নাম হবে ঢপু থেকে ঢপুরাজা ,
ঢাক ঢোল কাঁসর কাশি জগঝম্প করতাল বাজা ।
হোক সব চিন্তার শেষ ,
জয় হোক তোমার আমার সমস্ত দেশ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *