Sudip Kumar Chakraborty

হঠাৎ বৃষ্টির জলে

সুদীপ চক্রবর্তী

চার ফোঁটা বৃষ্টি , আর সামান্য হাল্কা বাতাস ,
তোমার হাতের ছোঁয়ার মতো শীতল স্পর্শ ,
রোমাঞ্চকর নির্যাস ।
কোথায় হারিয়ে গেল ,
রয়ে গেল পৃথিবীর এক কোনে ,
সারা দেশ দেশান্তর তোমায় খুঁজেছি প্রাণপণে ,
হতাশায় ফিরে গেছি সেই সমুদ্র তটে ,
যেথায় পেয়েছিলাম এক শ্বাশ্বত সত্য যা আজও যায়নি মিটে ,
বালীয়ারীতে লিখে রাখলাম তোমার নাম ,
অজস্র ঢেউয়ের মাঝে ধাক্কা খেয়ে মুছে গেল সেই আকাঙ্খিত প্রমান ।
অনন্ত দিগন্তের দিকে চোখ যায় ,
আবছা সে ছবি ভেসে উঠেই ,
দূরে দৃষ্টির আড়ালে মেলায় ।
ফেলে আসা দিন গুলো থাকে প্রতিক্ষায় ,
যদি সে ফিরে আসে ,
তাকে রেখো জানালার পাশে ,
হঠাৎ যদি সে হাত নাড়ায় ।
স্বপ্ন ভাঙ্গে আবার স্বপ্ন গড়ে ,
মন চলে যায় স্বপ্নিল অবস্থায় ,
হাজার কন্ঠে আহ্বান হয় ,
ফিরে আয় , ফিরে আয় ।
সমুদ্রের জলে ধাক্কা খেয়ে আবার সে ধ্বনি আসে আমারই কানে ,
বীনার মতো বাজতে থাকে রিন রিন করে ,
আর চেয়ে দেখে আমারই মুখ পানে ,
এখন আমি অন্যের অর্ধাঙ্গিনী ,
এক সময়ে ছিল তোমার সর্বক্ষণের সঙ্গীনি ।
আজ এই সাগরতীরে সাগরবেলায় তোমায় জানিয়ে দিই ,
এ অবস্থার জন্য আমিই দায়ী।
আমায় মাফ করো , ক্ষমা করো , ঘেন্না করো অবহেলায় ,
তোমার অনেক বড় মন মানিয়ে নেবে শেষ বেলায় ।
হে প্রিয় , হে সুহৃদ , হে প্রিয় বন্ধু আমায় বিদায় দাও , এই বেলায়,
তোমার সেই অকৃত্রিম হাসি খেলায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *