Sudip Kumar Chakraborty

জল দাও

সুদীপ চক্রবর্তী

গরমে সবাই যখন হাঁসফাঁস করে কষ্টে,
ঢলাঢলি মেঘ চলতে চলতে কি ঝরে পড়ে আশেপাশে ,
নীল আকাশকে কি বলে ,
হে সূর্য তাপ কমাও ঐ ঘোড়াদের একটু আদর করে বলে ,
সূর্যদেব ,
প্রকৃতির আর্তনাদ কি তোমার কানে পৌঁছায় ?
যেথা ভরে গেছে সমস্ত পরিবেশ এক বিরাট হতাশায়।
তুমি কি ভালোবাসো এই পৃথিবীকে ?
তার জন্য রোজ আসো তোমার তৈরি আলো দিতে ,
তোমাতে মুগ্ধ মানব মন , মানব জীবন ,
তবুও কেন তোমার দগ্ধ আস্ফালন ?
তুমি শান্ত হও , একবার চোখ মেলো পৃথিবীর এই রূপে ,
যেথা জেগে উঠে নতুন প্রাণের স্পন্দন ।
এসো হাত মেলাই আমি আর তুমি ,
গড়ে তুলি এই পৃথিবীকে এক অপূর্ব স্বর্গ ভূমি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *