তিন প্রজন্ম
সুদীপ চক্রবর্তী
কাল সূর্য দেবের অবতরন হবে ঠিক মাঝ দুপুরে ,
সন্ন্যাসীর মতো এসে দাঁড়াবে আমার দুয়ারে ,
তার মুষ্ঠিবদ্ধ হাত আর উদাত্ত আওয়াজ ,
আমার স্বপ্নের আকাশে নতুন গানের রেওয়াজ ,
যা সব সময় অশ্রুত ,
স্বর্গ হতে আগত , সম্মোহিত করবে সমস্ত জগতকে ।
পৃথিবীর যে প্রান্তেই থাকো , শব্দের মধুর বার্তা পৌঁছাবে সবার মস্তিস্কে ।
পৃথিবীর স্রষ্টারা জানুক , আরও একজন সৃষ্টি কর্তার আগমন হয়েছে এই মাটিতে ।
যার আলোকবর্তিকা স্পর্শ করেছে প্রতিটি আর্তি তে ।
তিন লোকে জয় গান শুরু হয়ে গেছে ,
সমস্ত জ্ঞানী গুণী পন্ডিতেরা বুঝতে পেরেছে ,
এক অনিন্দ্য সুন্দর পৃথিবীর বুকে পা রেখেছে ,
তাকে বরণ করে নাও ,
যাকে সমস্ত জগত আগলে রেখেছে ,
জয় হোক তব , জয় হোক অন্তরের ,
জয় হোক সমস্ত সুন্দরের ।
তব জয় গানে মুখরিত হোক পৃথিবীর সমস্ত গ্লানি আর ক্লেদ ,
জাগ্রত হোক পৃথিবী নতুনের গানে ,
ভয় মুক্ত অনুচ্ছেদ ,
এক উন্নত দিক দর্শন করে ,
উদিত সূর্যকে সবাই পূজো করে ,
অস্তগামী সূর্যের পূজা হয় না এই সংসারে ।
এটাই ঠিক ,
নতুনের আগমনে উৎসাহী সবাই ,
আলো বিহীন কে থাকতে হয় একাই ।