Sudip Kumar Chakraborty

চিল

সুদীপ চক্রবর্তী

একদিন চিল হয়ে উড়ে যাবো ঐ নীল আকাশে ,
ভেসে বেড়াবো অনন্ত বাতাসে ,
তবু চোখ থাকে নীচে ,
অভ্যাস মতো তাকাই না উঁচুতে ,
কে কোথায় কি ষড়যন্ত্র করে তার দেখার ভীষণ আকাঙ্খা ।
আমি তো প্রহরী ,
মাটি থেকে আকাশ সবেতেই বিচরন করি ,
ভরে না সব মনোবাঞ্ছা ,
তাই রয়ে যায় তলে তলে এক আশংকা ,
যদি কিছু হয় ?
কারো যেন কোনো ক্ষতি না হয় ,
প্রকৃতির আমরা সবাই সম্পদ ,
ক্ষতি হলে বাড়বে আপদ ,
তাই চিন্তা থাকে অবিরত ,
মানব উন্নতিতে হোক আমাদের সমস্ত গ্রন্থী জাগ্রত ।
আমরাই আমাদের পাহাড়াদার ,
আমরাই আমাদের কারিগর ,
উন্মুক্ত করে দিতে হবে সমস্ত বাড়ির সদর ,
ঢুকুক নির্মল বাতাস ,
মনে আনুক এক আনন্দ সঞ্চার ।
নীল আকাশ তুমি তোমার কাছ থেকে দাও ঝকঝকে মুক্ত ,
ষড়যন্ত্রের মস্তিষ্করাই শেষ পর্যন্ত হবে অভিযুক্ত ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *