
জীবন বন্দিশ
সুদীপ ঘোষাল
রাম ও রমা বিয়ের পর থেকেই ভাড়া বাড়িতে থাকে । তাদের সন্তান হলো । ভাড়া বাড়িতে স্বাধীনতা নেই । তারা দুজনে বসে নিজের বাড়ি বানানোর স্বপ্ন দেখলো । রোজগার কম । রমা তার গহনা দিলো । রামের কিছু নগদ সঞ্চিত সম্পদ মিলিয়ে ছয় মাসের মধ্যেই স্বপ্ন সফল করলো । এখন তারা শিশুকন্যাকে নিয়ে নিজের বাড়িতে থাকে । দুজনের সম্মিলিত প্রচেষ্টায় অসম্ভবও সম্ভব হলো ।
কন্যা যখন চার বছরের তখন থেকে মা স্কুলে নিয়ে যান । আর রাম গৃহশিক্ষকতা করে অর্থ জোগান । রমা বাড়ির কাজ করেন। এইভাবে ওদের যৌথ প্রচেষ্টায় শিশুকন্যা আজ বড়ো হয়ে স্কুল শিক্ষিকা হয়েছে । তাদের স্বপ্ন সফল হয়েছে ।
নর ও নারীর শক্তি একত্রে নতুন স্বপ্ন গড়ে তোলে । যুগে যুগে তার প্রমাণ মেলে ।
Sudip Ghoshal Nandanpara khajurdihi Purbo bordhoman.