অঙ্গার
কলমে – সুদীপ দাস
আমার চাইনা প্রেম
চাইনা কোনো বিরহ কাতর রাত
শুধু এটুকুই চাই নির্লজ্জ বেহায়া মানুষগুলো দূরে সরে যাক ।।
চাইনা কোনো উষ্ণতা
চাইনা কোনো প্রলোভন দেওয়া প্রতিশ্রুতি
শুধু এটুকুই চাই সুখের সময় মনে রেখো
দুঃখের সময় মুখ ফেরালেও ঠোঁটে হাসিটা থাক ।।
চাইনা কোনো প্রবঞ্চনা
চাইনা কোনো মন ভোলানো গল্পগাথা
শুধু এটুকুই চাই ছদ্মবেশে মনের মধ্যে লিখে যাওয়া প্রতিশ্রুতি ছন্দসুর হারাক ।।
চাইনা কোনো শঠতার চুম্বন
চাইনা কোনো লিপস্টিকের ভুয়ো সুবাস
শুধু এটুকুই চাই ঠোঁট ভেজানো নোনতা জলের ভালোবাসার মধুর ডাক