Subrata Majumdar

#তুমি_ছাড়া_মিথ্যে

#সুব্রত_মজুমদার

কালোয় ঢেকেছে কালো সবকিছু অগোছালো
তুমি ছাড়া বাকি সব মিথ্যে।
চলো না এ মধুমাসে ট্রেনে কিবা চড়ে বাসে
চলে যাই প্রেমঘন-তীর্থে ।
মুখোমুখি চোখাচোখি নদীতীরে একাএকি
দূরন্ত যৌবন উদ্দাম,
মনচাষা বয় হাল মনমাঝি তোলে পাল,
মন শুধু পোষে দুখ্ বেয়রাম।
এমন সে অসুখে বাঁচি আর কি সুখে ?
এ মনের নেই কোনও ডাক্তার,
এলেনাকো তুমি হায় ! বিরহ যে কুঁরে খায়,
এ জীবন দুঃসহ লাগে ভার।
সেই আমি আমি আছি তোমার কাছাকাছি,
ডুবে যাই ঐ চোখের পদ্যে,
মনঅলি গুঞ্জরি ছুটে যায় বারবারই
এসে বসে ও নয়ন পদ্মে ।
এই প্রেম এই ব্যথা বিরহের কথকতা
সন্ধ্যার মেঘমালা আকাশে,
পূরবীর সম্বাদে যেন কোন উন্মাদে
ছড়িয়ে দিয়েছে প্রেম বাতাসে।
তোমার পরশখানি আজও মুছে দেয় গ্লানি,
হিয়ে ওঠে ঝড় অনিবার,
আশাবরী ম্লান হয়ে ইমনের সুর নিয়ে
বাজে বাঁশি তাই বারেবার।
তাই এসো পাশাপাশি দুইজনে হেঁটে আসি
শিশিরভেজা ঘাসের উপর,
হাতে হাত চোখে চোখ মিশেযাক চারঠোঁট,
কেটে যাক দুখের প্রহর ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *