
শিরোনামঃ গুরু
কলমে :- সুব্রত চক্রবর্ত্তী
তারিখ : – ২৯.০৯.’২২।
না আর চাই না,এমন গুরুর সাহারা
নেই শিক্ষা নেই রুচি
কোথায় পাবো আমি
ঈশ্বর তোমার দেখা ?
সাধারণ জ্ঞান হলো শুরু
খুঁজেছিলাম শ্রেষ্ঠ গুরু
যার মধ্যে নেই শিক্ষা
ভগবান ; তোমায় মানে না।
ঘৃণা করি না আর তাকে
ঘৃণা করি তার পাপকে
রুচি নেই তার সংস্পর্শে থাকার
এমন গুরু,দায়িত্ব শুধু পয়সা কামাবার।
ভক্তের জন্য শুনেছি ভগবান
তবে, তুমি দেখাও পথ
সে পথে আছে,পদে পদে বিপদ
তথাপি,বিপদে নেই কোনো ভয়।
চাই না তাই গুরু এমন
শিক্ষা রুচির বড় অভাব
মনে যার পাপ ভরা
তাকে গুরু বলা যায় না।
দমদম জংশন, কলকাতা।
নাম :- সুব্রত চক্রবর্ত্তী
ঠিকানা :- ৬৩, পূর্বসিঁথি বাইলেন ময়দান পল্লী দমদম জংশন নিয়ার নতুন বাজার, কলকাতা – ৭০০০৩০
ফোন :- ৬২৯১৭০৩৮৮২