শিরোনামঃ :- অপূর্ণতা
কলমে :- সুব্রত চক্রবর্ত্তী
তারিখ :- ১৪.০২.’২৩।
এমন একটা প্রেম আসুক
বদলে দিক জীবনটাকে
এমন একটা ঝড় উঠুক
হারিয়ে ফেলবো আমি আমাকে।
কত শত গোলাপ বিক্রি হয়
প্রেমের খেলা খেলতে
গোপিনীদের কাপড় লুকিয়ে
কৃষ্ণ কেন করেছিল,ওদের নগ্ন !
রাধা কৃষ্ণের প্রেম যদি হয়
লীলা খেলা আর ভক্তির রস
আমার বেলায় কেন হয় ভাই
নষ্ট চরিত্রের পরকীয়ার সামিল।
ফেব্রুয়ারি মাসটা আঠাশ
প্রেমের খেলা শুরু হয়
বসন্ত দ্বারে এসে দাঁড়ায়
ভালোবাসার কথা কি কয় ?
আমি শুনেছি হীর-রঞ্ঝার কথা
লায়লা-মজনু,রামী-চণ্ডীদাসের প্রেম
রসকস হীন সমাজ শুধুই
ভ্যালেন্টাইন ডের করে অপেক্ষা।
প্রেম হীন জীবন যাপন
প্রেমকে দেয় না পরিপূর্ণতা
ত্যাগে যদি আসে প্রেমের পূর্ণতা
সেই প্রেমে আমি দেব না সাড়া।
দমদম জংশন কলকাতা ।
সুব্রত চক্রবর্ত্তী