Subrata Chakraborty

শিরোনাম :– সাধনা
🍁
কলমে :- সুব্রত চক্রবর্ত্তী
🍁
সময় মানুষকে অনেক কিছুই ভুলিয়ে দেয়। আবার কিছু মানুষ আছেন যারা সময়কে ভুলিয়ে দেন। মত পার্থক্য থাকতে পারে,তাই বলে কারোর ক্ষতি করে অন্তত নিজেকে সেরা বানানো যায় না।

জন্ম হয়েছে,কর্ম করতে হবে । বিনা কর্মে, কোনো কিছু আয়ত্ব করা যায় না। কবি কালিদাস মুর্খ বলেই পরিচিত ছিলেন। যে গাছের ডালে বসেছিলেন তিনি,সেই ডালটা কাটছিলেন।পড়ে যাওয়ার ভয় বা ভীতি তার ছিল না। তিনি মুর্খ বলেই খ্যাত ছিলেন। অথচ কর্ম তার কাছে ছিল বড়। একটু ভেবে দেখুন, তিনি বিয়ে করেছিলেন,এমন একজন নারীকে যিনি ছিলেন একজন রাজকন্যা।

বিদুষী সেই মহিলার কাছে শুতে গিয়ে মশারীর উপর দিয়ে লাফ দেন,তিনি উটের ডাক শুনে বলেছিলেন – উট্ট ।পরে উষ্ট্র। এরজন্য তাকে তার স্ত্রীর কাছে চরম অপমানিত হতে হয়েছিল। এর পরিণতি তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। তিনি যখন নদীর ঘাটে যান,ও সেখানে গিয়ে লক্ষ্য করেন প্রতিদিন নদীতে স্নান করতে আসা মহিলারা একটি পাথরের ওপর কলস রাখেন।

ঐ পাথরের ওপর কলস রাখতে রাখতে পাথরটি ক্ষয় প্রাপ্ত হয়েছে । এটা থেকে তিনি চিন্তা করেন ওর যদি ক্ষয় হয় তবে….. ! যখন তিনি নদীতে ডুবে আত্মহত্যা করতে যান, মা সরস্বতী তাকে দর্শন দেন। ও তাকে বরদান করেন। এরপর,তিনি যে সৃষ্টি করেন, তার সেই সৃষ্টি থেকেই তৈরি হয় একটির পর একটি রচনা। তবে সেই অমর সৃষ্টি থেকেই আমরা পাই শকুন্তলা, রঘুবংশম প্রভৃতি।

তিনি মহারাজা বিক্রমাদিত্যের ছিলেন নব রত্ন সভার একজন কবি।অতএব,সময় যেমন হোক, কর্মটা করে যাও। কর্ম হলো জীবনের মানে।
🍁
দমদম জংশন কলকাতা।

IMG-20220918-WA0014.jpg

sahitya patrika

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *