
অভাব
সুব্রত চক্রবর্ত্তী
একটা পার্টটাইম কাজ দেবেন
যদি সংসারটা হয় সচল,বড্ড অভাব
যা জোটে বেতন,হয় না সংকুলান
আকাশ ছোঁয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।
জানেন,আমার খোকাটা খায়নি ভাত
পারিনি দিতে দুবেলা খেতে দিতে
খিদের জ্বালায় কখন ঘুমিয়ে পড়েছে
বাড়ন্ত শরীর,দরকার পুষ্টিকর খাবার।
আমি আপিসে যাই,তখন সকাল আটটা
বিছানায়,ঘুমিয়ে আমার খোকা
জিরজিরে শরীর ওর,গোনা যায় হাড়
বুক আর পেট সমান সমান।
একটু শুনুন,দিতে হবে না আমায়
চাহিদা নেই বেশি প্রয়োজন টুকু ছাড়া
আমার খোকার,পরিবারের খাদ্যের দরকার
বেতন ! মাস গেলে পাই মাত্র ছ’হাজার টাকা।
পারবো না হতে চোর,পারবো না ঠকাতে লোক
চব্বিশ ঘণ্টা পরিশ্রম করেও চাই মিটুক
আমার ঘরের খাদ্য,স্বাস্থ্য,শিক্ষার অভাব
চাই, ভালো রাখতে ওদের ।
দমদম জংশন কলকাতা।