
শিরোনামঃ – গোলামী ছাড়ো
কলমে :- সুব্রত চক্রবর্ত্তী
প্রতিটি দিন প্রতিটি রাত
একটা নির্দিষ্ট সময়
প্রতিটি মন প্রতিটি জীবন
ভাবনার আগুন জ্বালায়।
ভালোবাসার কবিতা লিখিনি
প্রতিবাদ সমাবেশ করিনি
ময়দানে বসে দেখেছি,ওদের কষ্ট
কেন ; ওরা হবে অকারণে নষ্ট ?
তুমি বলছ তুমি দিয়েছ
ও বলছে আমি দিয়েছি
রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি
হাত পেতে দাঁড়িয়ে শামুক।
অপরাধ করে অপরাধী হেসে যায়
ওরা বলে খুঁজে পায় না
মাথায় টুপি পরে,হাত পা বাঁধা
ওরা কি তোমার আপন জন ?
তিরিশ বা পঁয়ত্রিশ বছর আয়ু তোমার
ওরা সবাই বাঁচে মাত্র পাঁচ
ভয়ে কেন থাকো চুপ,তুমিও সবল
বুঝিয়ে দাও তোমরা কারোর,গোলাম নও।
দমদম জংশন কলকাতা।
