Subhajeet Maity

শুচিকা
~শুভজিৎ মাইতি

পাঁড়া গাঁয়ের মিয়া শুচিকা মাঝি
স্বপ্নটো ছিল হবে বড় স্কুল মাস্টার
যার লাগে কামিন খেটে করলো মাস্টার্স
ভালো অঙ্কের নম্বর লিয়ে পাস করলেক বটে ।
কিন্তু এবার করতে হবেক বি.এড
তাছাড়া স্কুল মাস্টার হওয়া যাবেক লাই
লাইবেক অনেক কটা টাকা , ১লক্ষ
একঠো জমি মোটে সেটোও দিতে হল টাকার লাগে
যায় যাক চাকরি পাবার পর এমন কত লিবে
করলেক বিএড তাও বিশাল নম্বর লিয়ে
এগারোটো বৎসর পেড়িয়ে গেলেক
ছোটো বোনটোর ধুমধাম কইরা বিয়া দিলেক
কুঁড়ে ঘরটোকে দালান করলেক
সব অভাব দূর হয়ে গেলেক।
বিনিময়ে নিজের সবটা দিয়ে দিলেক
হাইসছে আজ মার্কসিট গুলা
মাস্টার লিলে তো হবেক মাস্টার
হলোনা শুচিকার স্বপ্নটা সত্যি
কোনো খনে হইলনা তার কাজ একটি
সংসারটোর লাগে বাছলেক গণিকাবৃত্তি
সকলের কষ্ট দুর কইরা দিয়া
লজ্জায় গলায় দড়ি দিলো মিয়া ।

1 thought on “Subhajeet Maity”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *