
মেইন ক্যাম্প ( Mein Kampf )
শুভদীপ দত্ত প্রামানিক
কেন জানি না নিজের কবিতায় দূর্নীতির ছায়া দেখতে পাই । মার্কিন যুক্তরাষ্ট্র জানতেন আমি বাংলায় ডক্টরেট , অথচ স্পোক্সম্যান হিসাবে রাখলেন প্রেম ও প্রিয়তমাকে । আমি প্রেমকে স্বীকার করি প্রিয়তমাকে না ।
উন্নত বুকের মাঝে ফসলের ক্ষেত , ক্রোধের চাল ফোটে অথচ ভাত হয় না ! ভাতের বদলে ফর্সা জটিলতা । প্রচন্ড সুরে তাও ওড়ে দিদিমার ভাষা ।
আমি কি উঠোন থেকে উঠে ঘরে যেতে পারবো না ? আমারই হাঁটুর ওপর কাঁদে আঙুলের ছায়া ! যুক্তরাষ্ট্রের অচেনা শহরে আমার আনন্দ বুড়ো হচ্ছে ।
দুঃখকে ডাকি ভূতেদের মতো ।
একটু গেলেই পেট ভরে খেতে না পারা আকৃতির থালাদের কলোনি ।
লোহাপোড়া ও
কয়লা থেতো করে
পেট ভরিয়ে তুলি ।
কবিতায় দূর্নীতির ছায়া থাকলে আমি নিজেকেই নিজে শাস্তি দেব !
শাস্তির নাম : ” MEIN KAMPF “
ঠিকানা :
শুভদীপ দত্ত প্রামানিক
প্রযত্নে : চিরদীপ প্রামানিক
গ্রাম + ডাকঘর : কীর্ণাহার
জেলা : বীরভূম
থানা : নানুর
পিন : ৭৩১৩০২