মন ভালো হয়ে যায়
-সৌরভ দুর্জয়
——————————————-
মনটা যখন খারাপ হয়ে যায়-
বিষন্নতার মশারীতে বসন্তের বাতাস আটকে যায়
কষ্টের হাপর দেহের জ্বলন্ত আগুনের তেজ আরো বাড়ায় দেয়
অভাবের দুলদুল সংসার তচনচ করে দৌড়ায় যায়
কিংবা ব্যাথার জলোচ্ছ্বাস সবুজ জমিন থেকে হিমালয়ের পিচ্ছিল চূড়ায় পাঠায়
তখন কবিতা পড়ি।
অখ্যাত, খ্যাত, বিখ্যাত সব কবিদের কবিতাই পড়ি
কোথাও কোন হানাহানি নাই
নাই স্বার্থের কানাকানি।
কবিতার দেহ যেনো মানবতার মাঠ
ছন্দ যেনো সেই মাঠের সোনালি ফসল
যা আমি পরাণ ভরে খাই
কবির সাথে মানবতার গান গাই
এবং আমার মন ভালো হয়ে যায়।
০৩/০৫/২০২০
ফরিদপুর।