বড় ইচ্ছে জাগে
-সৌরভ দুর্জয়
————————–
নিরন্তর হেঁটে চলি;পথ থেকে পথে,পাহাড় থেকে মাঠে,
উঠোন থেকে হাটে,মক্তব থেকে বিশ্ববিদ্যালয়ে।
পন্ডিত অথবা মুর্খের, বাউল অথবা দরবেশের,
কুলি অথবা চামারের,অনুঢ়া অথবা বিধবার;গা ঘেসে বসি।
শূন্য আকাশে ভিক্ষের বিশাল থালা পাতি,
মরুভূমির বুকে বুক রাখি,হিমালয়ের পায়ে ফুল দেই।
ইঁদুর কিংবা উই পোকার মতো বইয়ের পাতা কাটি,
সূইচড়া আর বাবুই পাখির মতো বাসা বাধি।
মানবতা শিখতে এবং একজন মানুষ হতে,
তবুও যেনো পারলাম না আমি মানুষের মতো মানুষ হতে।
বড় ইচ্ছে জাগে মানুষ হতে;মানবতার দীক্ষা নিতে,
তাইতো হাঁটছি নির্জনে,আজও এই ক্লান্ত দুপুরে।
১৯/১২/২০১৯
মাগুরা।