সমাধিলিপি
সৌরভ দুর্জয়
——————————————————
জীবনে অনেক কথা এখনো হয়নি আমার বলা,
পৃথিবীর বহু পথে আমার হয়নি তো হেঁটে চলা।
রয়ে গেছে যে অজানা অনেক কিছুই চেনাজানা
অনেক কিছু মানিনি যা উচিৎ ছিলো হায়! মানা।
পরিবার পরিজন যারাই ছিলো আপনজন,
ভেবেছি তাঁদের কথা উজাড় করে এ দেহমন।
আজ আমি বড় একা কবরে নাই কারোর দেখা,
শুয়ে আছি শুয়ে রবো চিরদিন অসহায় একা।
২৯/১২/২০১৫
ফরিদপুর।
** ছন্দ : অক্ষরবৃত্ত (৮+১০)