Sourav Durjoy

কবিতা আমারে
-সৌরভ দুর্জয়
—————————————
কবিতা আমারে পুড়ায় আগুনে করছে কেবল ছাই,
পুড়তে পুড়তে বুঝতে পারছি আমার কিছুই নাই।

পুড়ে গেছে হায়! আমার শরীর আমার সতেজ মন,
কবিতা আগুনে জ্বলছে আমার অভাবী মনের কোণ।

উড়ছি এখন ছাইয়ের সাথে ঘুরছি আকাশ জুড়ে,
আমার এখন কোনো কিছু নাই আমি গেছি হায় পুড়ে!

কবিতা আগুনে পুড়ছে শরীর পুড়ছে আমার মন,
কবিতা বাতাসে উড়ছি আকাশে বেবোধ সারাক্ষণ।

এখন আমার অন্তর মাঝে কোন কিছু নাই বাকি,
কবিতা কবিতা শুধুই কবিতা দেখছে আমার আঁখি।

সোনাকে পুড়ায়ে খাদকে সরায়ে আসল কনক আসে,
কবিতা আমারে তেমনি পুড়ায়ে রেখেছে তারই পাশে।

আমার চোখের কর্নিয়া জুড়ে ছন্দ মাত্রা ভাসে,
আমার কণ্ঠে এখন শুধুই কবিতার কথা আসে।

আমার কলমে আমার কাগজে কবিতা ব্যাতিত নাই
আমার হৃদয় কবিতায় পুড়ে হয়েছে ধূসর ছাই।

কবিতা আগুনে পুড়ছে হৃদয় পুড়ছে আমার মন,
কবিতা কবিতা শুধুই কবিতা আমার আপনজন।

০৩/০৫/২০২১
খুলনা।
** মাত্রাবৃত্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *