sourav durjoy

মধ্যবয়সের বেকারত্ব
-সৌরভ দুর্জয়
——————————————————
মধ্যবয়েসের বেকারত্বের ছোবল যেখানে সইতে পারে না
কোন ঝানু সাপুড়িয়া ; সেখানে অবোলা মানুষটি
কী করবে বলো।

ঘর সংসার বেড়ে যায় আগাছার মতো
ব্যয়ের মহীসোপান নেমে যায় গভীর থেকে গভীরে
পা রাখার জায়গা থাকে না কোন খাদে।
যতই ক্ষুধার চাবুকের ছোঁয়ায় প্রিয়মুখগুলো কাঁদে
তা যেন শিহরণ জাগায় না
বেকারত্ব বিষে নীল হয়ে মধ্যবয়সী মানুষটার
ভোতা স্নায়ুতন্ত্রের গোলাঘরে।

ব্যায়ের পরিধি বেড়ে যায় কর্কট কোষের মত
তখন বেকারত্বের ছায়া দেখে
ক্ষুধার নাগিনীরা শুধু হাসে আর হাসে
ঠিক যেন বিষের উল্কা হয়ে ছুটে আসে অভাবীর ঘরে
অতঃপর বিষের পর বিষ ঢেলে দেয় অকৃপণ ঠোঁটে
আশেপাশে থাকে না কোন ওঝা সেই বিষ নামাবার।

একসময় বেকার লোকটার ঘাড়ের থেকে
নেমে যায় সংসারে ভার
তারপর হয়ে যায় মাইকেল মধুসূদন দত্ত
অথবা জীবনানন্দ দাশ।

২০/০৩/২০২২
ফরিদপুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *