নেয়ামত
সৌদামিনী শম্পা
আসুন তাদের জন্য নেয়ামত প্রার্থনা করি!
যারা ভুলে গেছে তাদের সৃষ্টির উদ্দেশ্যে,
যারা ভুলে গেছে আল্লাহ রসুলের আদেশ!
যারা ভুলে গেছে ঈশ্বরের বাণী,
যারা ভুলে গেছে ঈশ্বরের অমোঘ নিষেধ!
তাদের মনে করিয়ে দিই আমরা সবাই মানুষ।
আমরা তাঁর অংশ, তাঁর সন্তান!
নোয়ার নৌকা না থাকলে সেই বন্যায় ভেসে যেত সব,
খান্ডব দহনে ভস্ম হতে পারতো বহু রাজার রাজত্ব,
আমাজনের জঙ্গল গ্ৰাস করতে পারতো সমগ্ৰ মানব সভ্যতা,
অথবা থরের বালি, সাহারার সঙ্গে গুটিগুটি পায়ে মিলে যেতে পারতো সাম্রাজ্য সফরে।
দাম্ভিক মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞান মানুষ নিজেকে সর্বশক্তিমান মনে করে!
তাইতো ঈশ্বরকে প্রাকৃতিক দুর্যোগের সাহায্যে বুঝিয়ে দিতে হয়, প্রকৃতিই সর্বশ্রেষ্ঠ
যার সৃষ্টিকর্তা স্বয়ং তিনিই।
তার পরেও যাদের জ্ঞানচক্ষুর উন্মেষ হয় না,
তাদের জন্য আসুন নেয়ামত প্রার্থনা করি!
©®