সাঁকো
সৌদামিনী শম্পা
সমে বাঁধা মন নিয়ে, চোখের দিঘীতে ঢেউ গুনতে গুনতে তীরে বসে ঠায় তাকিয়ে।কখন একটা জলফড়িং ফিনফিনে ডানা মেলে স্বপ্ন আনতে উড়ে যাবে।
মেঘের রোশনাই ছুটি নেবে পাহাড়ের মাথার বরফের থেকে। তার একহাতে থাকবে বেলীর মালা, অন্য হাতে কামিনীগুচ্ছ!
আমি আমার চুলের বেণী আলগা করে, ঝেড়ে ফেলবো রাগ, অভিমান, অপেক্ষা, আক্ষেপ। চুড়ো করে ফের বেঁধে নেবো দীর্ঘায়ু শপথ।
হাতের মুঠোয় একটা কোহীনূরী ঝিলিক তোলা কাঁচপোকা এনে যখন আমার মুঠিতে ধরিয়ে দিতে দিতে হেসে বলবে, এই নাও বলাকা তোমার জন্য স্বপ্ন এনেছি”!
আমি যদি হাসতে ভুলে যাই, যদি অভিমানে গাল ফুলিয়ে বসি! আমাদের মাঝের সাঁকোটা রামধনুতে রাঙিয়ে দিও না হয়!