আমার আমি
সৌদামিনী শম্পা

ছোটবেলা থেকেই আমি একা থাকাটাকে খুব রেলিশ করি। বাড়িতে লোকজন আসলে মুখ গুঁজতাম বইয়ের পাতায়। কথা বলতাম অত্যন্ত সাবলীল ভাবে সবার সঙ্গেই কিন্তু ঘনিষ্টতা কখনো হয়নি। যে বয়সে সব্বাই ধুপুস ধাপুস প্রেমে পড়ে , সে বয়সেও আমি বইই পড়তাম।
আমার সারা স্কুল লাইফ কোনো বন্ধু নেই, কলেজেও তাই। পরবর্তীতে দীর্ঘ সংসার এবং চাকরিজীবনেও সবাই বন্ধু আবার কেউই বন্ধু নয়! কাউকে বিশেষ ভাবাটা আমার ঠিক আসে না।
মনে পড়ে পুজোর সময় বাবা, মা ,বোন ঠাকুর দেখতে বের হলে আমি রীতিমত ঝগড়া করে বাড়িতে থাকতাম। পড়তাম, গল্পের বই , পড়ার বই নিদেন আবোলতাবোল ভাবতেও ভালো লাগতো কিন্তু ওই ভিড়ে, অসম্ভব। পরেও তাই! এখন মেয়ের বায়না রাখতে বেরোতে হয় বটে কিন্তু খুব যে এনজয় করি এমন নয়। বরং চুপটি করে বসে বা শুয়ে থাকতে, পছন্দের লেখকের বই পড়তে, গজল শুনতে বড় ভালোলাগে।
বেড়াতে গেলেও লোকজন কম, যেখানে চুপচাপ বসে থাকা যায় এমন জায়গাই আমার পছন্দের। অথচ হুল্লোড়ে মাততেও আমার অসুবিধা হয়না।
ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, একাকীত্ব আমাকে কখনো কষ্ট দেয়নি বরং রোমাঞ্চ দিয়েছে আর হুল্লোর, আনন্দ! একজন মানুষ জীবনে এর চেয়ে বেশি আর কি চাইতে পারে?
সৌদামিনী শম্পা