শিরোনাম – প্রিয় সখী
কলমে – সোনালী সরকার
একটি মাত্র সখী ছিল
শুনতো সব কথা ,,
সবার আগে বলেছি তারে
লাগলে মনে ব্যথা ।।
তার চোখে আমার ছবি
দেখেছি মন ভরে ,,
প্রতি সন্ধ্যায় বিদায় দিত
সূর্যি যাবার পরে ।।
নিজেকে যখন লাগতো একা
ডাকতো সখী কাছে ,,
ধীরে ধীরে যেতাম ভুলে
দুঃখ যত আছে ।।
কালক্রমে আমায় ওখান ছেড়ে
যেতে হলো বহুদূর ,,
ছ-মাস পরে ফিরে দেখি
নেই সাধের পুকুর ।।
ওর বুকের উপর এখন
মস্ত বড় বাড়ি ,,
এক মাত্র সখীটি আমার
করলো রাগে আড়ি ।।
ওর মতো কেউ শোনেনা কথা
বোঝেনা আমার মন ,,
মানুষ রুপী পাথর সবাই
পাইনি আপন জন ।।