শিরোনাম – অভাগিনীর অপেক্ষা
কলমে- সোনালী সরকার
|| অভাগিনীর অপেক্ষা ||
তোকে নিয়েই স্বপ্ন যতো
তোকে নিয়ে মনের সংসার ,,
পথ চেয়ে দিন গেলো
ফিরলি না তুই আর ।।
গ্রামের বাড়িটা ভুলেই গেলি
পুরনো আমায় মনেই নাই ,,
ভালোই আছো জানি তবু
ডাকঘরেতে রোজই যাই ।।
হঠাৎ করে কোনদিন যদি
একটুও আমায় মনে পড়ে ,,
হয়তো সেদিন খামটা নিয়ে
আসবে চিঠি পোস্ট করে ।।
পুকুর পাড়ের আড্ডাটা আর
হয়তো তোমার লাগে না ভালো ,,
মনে ঠাঁই পেয়েছে তোমার
জাঁকজমক আর বিদেশি আলো ।।
এই শাড়ি পরা মেয়েটিকে
বেশ পুরনো মনে হয় ,,
আধুনিক সাজের বিদেশি নারী
তোমার মনটা করেছে জয় ।।
ডাক বাক্স সাক্ষী আছে
রোজ কত অশ্রু ঝরে ,,
জড়িয়ে তাকে প্রতীক্ষা করি
তোমার কথাই মনে পড়ে ।।