শিরোনাম – অতি মানেই ক্ষতি
কলমে 🖋️ সোনালী সরকার
________________________
~ অতি মানেই ক্ষতি~
অতিরিক্ত ভালোবাসায়
সৃষ্টি মনের রোগ ,,
অত্যাধিক বিশ্বাস দেয়
ঘাতকতার সুযোগ।।
অনেক বেশি মিষ্টি কথা
ছলে ভরা হয় ,,
প্রচণ্ড আত্মবিশ্বাস
আনে পরাজয় ।।
পাপের পথে ঠেলে দেয়
অতিরিক্ত লোভ ,,
শত্রুতা বৃদ্ধি করে
অনেক বেশি ক্ষোভ ।।
প্রিয় খাবার টা যায়না খাওয়া
খুব বেশি নুন দিলে ,,
জীবনদায়ী ওষুধ ও ক্ষতি করে
মাত্রাধিক হলে ।।
প্রয়োজনের চেয়ে বেশি বৃষ্টিপাত
নষ্ট করে চাষ ,,
অতিরিক্ত উদারতায়
ধনের সর্বনাশ ।।
সীমাহীন নেশা করায়
অসুখের প্রবেশ ,,
অলসতা বেড়ে গেলে
ভবিষ্যৎ টাই শেষ ।।