শিরোনাম – মরনের তরে
কলমে- সোনালী সরকার
তারিখ -২৮/০৬/২০২২
¶¶ মরনের তরে ¶¶
মনের মাঝে ঢেউ খেলে যায়
প্রশ্নের জলধারা ,,
আপন বেশে পাশে ছিল
কোথায় গেলো তারা !!
ঝুমঝুম করে নুপুর সম
বেজে ওঠে আশা গুলি ,,
হৃদয় বাগের স্বপ্ন ফুল
কেমন করে তুলি ।।
বালুকা পথে উট রূপি আমি
করেছি আপনের সন্ধ্যান ,,
নিষ্ঠুরতার প্রখর তাপে
ওষ্ঠাগত প্রাণ ।।
বেদনা জমে মেঘ করেছে
জীবন হয়েছে অন্ধকার ,,
বৃষ্টি রূপে অশ্রু ঝরে
বজ্র মনের হাহাকার।।
জ্বলে জ্বলে ভরসা বাতি
হয়ে গেছে নিঃশেষ ,,
মনে হয় এমন জীবনে থেকে
মৃত্যুই ছিল বেশ।।